নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও বিভিন্ন আন্দোলনে ছাত্রদের পিছন থেকে গোপনে মদদদাতা হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ সুত্রে জানা যায়, বিশেষ সিন্ডিকেট সভায় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল ফজল, প্রভাষক শাকিলা আলম এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের হৈমন্তী শুক্লা কাবেরীকে বরখাস্ত করা হয়েছে। আগামী শনিবার (২৩ জানুয়ারি) সিন্ডিকেটের সভায় স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত আসতে পারে।
সোমবার (১৮ জানুয়ারি) সিন্ডিকেট সভায় তাদের বরখাস্ত করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সিন্ডিকেট সভায় তাদের স্থায়ীভাবে কেন বহিস্কার করা হবে না সে বিষয়ে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান জানান, এ বিষয়ে তার কাছে কোনও নির্দেশনা আসেনি। তবে তিনি বলেন, একদিন পরেই সব কিছু জানতে পারবেন।
২০২০ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে বেতন-ফি কমানোসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। এ সময় ২৭ জানুয়ারি খুবির জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ইংরেজি ডিসিপ্লিনের পাচঁ শিক্ষার্থীকে রাতভর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠলে ৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং এ আন্দোলনের সময় দুইজন শিক্ষকের সঙ্গে অসদাচরণ, একাডেমিক কার্যক্রমে বাধা সৃষ্টি, উস্কানিমূলক বক্তব্য ফেসবুকে পোস্ট, তদন্ত কমিটির সাক্ষাৎকার গোপনে রেকর্ড করার অপরাধে বুধবার (১৩ জানুয়ারি) দুই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। আর এসব আন্দোলনে সমর্থন দেয়া ও বিশ্ববিদ্যালয়ে পরিবেশ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও বিভিন্ন আন্দোলনে ছাত্রদের পিছন থেকে গোপনে মদদদাতা হিসেবে ওই তিন শিক্ষককে সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সান নিউজ/কেএ/এনকে