সারাদেশ

হবিগঞ্জে সম্ভাব্য মেয়র প্রার্থীরা সরব মাঠে

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ : জেলায় ছয়টি পৌরসভার মধ্যে ইতোমধ্যে তিনটি পৌরসভার নির্বাচন শেষ হয়েছে। সীমানা নির্ধারণী জটিলতায় এবারও নির্বাচন হচ্ছে না আজমিরীগঞ্জ পৌরসভার। তবে আগামী ১৪ ফেব্রুয়ারি চুনারুঘাট ও সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ পৌরসভা ভোটগ্রহণের দিন তারিখ ঘোষণা হয়েছে। ফলে মাঠে সরব হয়ে ওঠেছেন মেয়র প্রার্থীরা।

হবিগঞ্জ পৌরসভাটি জেলা শহর হওয়ায় অন্যান্য পৌরসভার চেয়ে নির্বাচনের উত্তাপ বেশি। পৌরবাসীর নজর এখন কে হবেন কোন দলের মেয়র প্রার্থী। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যার যার পছন্দের প্রার্থীকে দলের একক প্রার্থী চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ পোস্ট ও স্ট্যাটাস দিচ্ছেন। ফলে ভোটের মাঠে আলোচনায় সরগরম হয়ে উঠেছে হবিগঞ্জ পৌরসভা।

খোঁজ নিয়ে দেখা যায়, আওয়ামী লীগের মনোনয়ন পেতে কম হলেও ৯ প্রার্থী মনোনয়ন বোর্ডের দ্বারস্থ হয়েছেন। তন্মধ্যে জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মর্তুজ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর উদ্দিন চৌধুরী বুলবুল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নূরুল আমীন ওসমান ও পৌর আওয়ামী লীগ নেতা শেখ তারেক উদ্দিন সুমন।

এদিকে, বিএনপি এখনও প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে না পাঠালেও বিভিন্নভাবে প্রার্থীতা ঘোষণা করেছেন বেশ কয়েকজন নেতা। তন্মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সেলিম, যুগ্ম আহবায়ক ইসলাম তরফদার তনু, জেলা যুবদল সভাপতি মিয়া মো. ইলিয়াছ, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন।

অন্যদিকে, পৌরসভার তিনবারের মেয়র জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জি কে গউছ গত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায় পৌরসভার মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করেননি। তার দলের একাধিক নেতাকর্মী জানান, দলের হাইকমান্ড তাকে নির্বাচন করতে বললে নির্বাচনে যাবেন তিনি। নতুবা পৌর নির্বাচনে যাবেন না। তবে আলোচনায় রয়েছেন গউছ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা