সারাদেশ
বান্দরবান পৌর নির্বাচন

বৈধ ৫ মেয়র প্রার্থী, বাতিল ৩ কাউন্সিলর প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : আসন্ন বান্দরবান পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকালে জেলা নির্বাচন অফিস মিলনায়তনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম।

মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী, বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. জাবেদ রেজা, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শাহাজাহান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নাছিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী বিধান লালা।

অপরদিকে, সংরক্ষিত তিনটি আসনে ৭ জন নারী প্রার্থী এবং নয়টি ওয়ার্ডে ৩৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ঋণ খেলাপীর কারণে ১নম্বর ওয়ার্ডের সুকুমার শীল, মো. আবুল কালাম এবং ৯ নম্বর ওয়ার্ডের মো. আরিফুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এদিকে, প্রার্থীরা নিশ্চিত হওয়ায় জমে উঠেছে বান্দরবান নির্বাচনী আমেজ। প্রচার-প্রচারণা এবং নির্বাচনী পরিকল্পনা সাজাতে কর্মীসমর্থকদের নিয়ে সভা, বৈঠকে ব্যস্ত সময় কাটাচ্ছে প্রার্থীরা। আগামী ১৪ ফেব্রুয়ারি বান্দরবান পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা