রবিবার, ৬ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ১৯ জানুয়ারী ২০২১ ১২:১৮
সর্বশেষ আপডেট ৩০ জুন ২০২১ ১৭:০৯

রাঙামাটিতে মেয়রসহ ২ জনের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১ জনের মনোনয়নপত্র বাতিল করেছে রাঙামাটি জেলা নির্বাচন অফিস।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) যাচাই বাছাই শেষে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে এবং সংরক্ষিত ২নং আসনের প্রার্থী সোমা বেগম পূর্ণিমার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন রাঙামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান।

বাতিলকৃত স্বতন্ত্র মেয়র প্রার্থী অমর কুমার দে হলফনামায় অসত্য তথ্য প্রদান করার দায়ে তার নমিনেশন পেপার বাতিল করা হয়। সংরক্ষিত ২নং আসনের সংরক্ষিত মহিলা প্রার্থী সোমা বেগম পূর্ণিমা ঋণ খেলাপির দায়ে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়।

রাঙামাটি (সিনিয়র) জেলা নির্বাচন কর্মকর্তাও নির্বাচন রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুর রহমান জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা আগামী তিন দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবে। সেখানে ও তারা সন্তুষ্ট না হলে কোর্টে আবেদন করতে পারবেন বলে জানান তিনি।

মঙ্গলবার রাঙামাটি নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে মেয়র পদে ৫ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ২০ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এতে ১ জন মেয়র প্রার্থী ও ১ জন মহিলা কাউন্সিল প্রার্থী বাতিল ঘোষণা করা হয়েছে। যাচাই বাছাই শেষে মেয়র পদে ৪ জন ও কাউন্সিলর পদে পুরুষ ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা প্রার্থী ১৯ জন রয়েছেন।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী ২৬ জানুয়ারি। আগামী ১৪ ফেব্রুয়ারি রাঙামাটিতে ইভিএমের মাধ্যমে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬২৯১০ জন সম্মাানিত ভোটার ভোট প্রদান করবেন।

সান নিউজ/কে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা