নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে কোনোটিতে প্রার্থী দিতে পারেনি জাতীয় পার্টি। মেয়রসহ কাউন্সিলর পদে প্রার্থী খোঁজে না পাওয়ায় হতাশ হয়েছেন দলের কর্মী ও সমর্থকরা।
উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতারা মেয়রসহ কাউন্সিলর পদে প্রার্থী দিতে ব্যর্থ হয়েছেন বলে এমন অভিযোগ দলের তৃণমুল কর্মী ও সমর্থকদের।দলের নেতাকর্মীরা জানান, ৯টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভা গঠিত। তফসিল ঘোষণার পরই অন্যান্য দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের কর্মী সমর্থক নিয়ে এলাকায় প্রচার প্রচারণা আর গণসংযোগ শুরু করলেও কোন প্রার্থী খোঁজে না পাওয়ায় নির্বাচনে অংশ গ্রহণ করতে পারেনি এই দলটি। তবে ওয়ার্ড কাউন্সিলর পদে দু’একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলে ও মূলত তারা দাঁড়িয়েছে ব্যক্তি ইমেজ ও এলাকার প্রার্থী হিসাবে। কিন্তু এ নির্বাচনে দলের কোন নেতাকর্মী অংশ গ্রহন না করায় কর্মী সমর্থকরা হতাশ হয়ে ভেঙ্গে পড়েছে তাদের মনোবলও।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. নজরুল হক ধনু বলেন, নির্বাচনে অংশ গ্রহণে কেন্দ্রীয় নির্দেশনা ছিল। কিন্তু অনেক চেষ্টা করে মেয়র পদে কোন প্রার্থী দেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, ইভিএম পদ্ধতিতে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ পৌরসভা নির্বাচন। এ পৌরসভায় মোট ভোটারসংখ্যা ২৮ হাজার ৯১০ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ২৩১ জন ও নারী ১৪ হাজার ৬৭৯ জন।
সান নিউজ/এনএ/কেটি