সারাদেশ

ঝুঁকি নিয়ে হাজারো মানুষের সাঁকো পারাপার

এম.কামালউদ্দিন, রাঙামাটি : জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে যাতায়াত করছে প্রতিনিয়ত হাজারো মানুষ। এদিকে, ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। দুর্গম বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয় ও সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার সংলগ্ন সংযোগ সড়কের পার্শ্ববর্তী হাজাছড়া সাঁকোস্থলে একটি ব্রিজ নির্মাণ সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

এই জায়গায় ব্রিজ নির্মাণ করা হলে বঙ্গলতলী ও সাজেক ইউনিয়নের লোকজনের যাতায়াতের পথ সুগম হবে। ব্রিজটি হলে ৮-১০ হাজার অধিবাসীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে। ১৫-২০ গ্রামের লোকজনসহ বিশেষ করে ব্যবসায়ী, স্কুল ও কলেজের সকল শিক্ষার্থীদের একমাত্র যাতায়াতের পথ হলো এই ব্রিজটি। সাঁকোর স্থলে ব্রিজটি না হওয়াতে চলাচলের রাস্তাসহ এলাকার সকল উন্নয়ন থেকে বঞ্চিত ওই এলাকাবাসী।

ব্রিজটি না হওয়াতে পাঁয়ে হেঁটে পাড়ি জমাতে হয় দিনমুজুর,ব্যবসায়ী, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের। এছাড়া প্রসূতি ডেলিভারি রোগী ও অন্যান্য জরুরি রোগী নিয়ে যেতে দুর্ভোগ পোহাতে হয় এলাবাসীদের। সাঁকো দিয়ে পাড় হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনায় পতিত হয়েছে লোকজন। স্থানীয়দের উদ্যোগে পারাপারের জন্য নদীর উপর দিয়ে এই গাছের সাঁকোটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

বঙ্গলতলী, হাগলা ছড়া, উত্তর হাগলাছড়া, দক্ষিণ হাগলাছড়া, দো-ছড়ি, হাগলাছড়ি, রাজমহন ছড়া, ডাঙ্গা ছড়া, হাজা ছড়া, দিপু পাড়া, বুয়াছড়ি, তিন্দুছড়ি, গোলকছড়াসহ ১৫-২০ গ্রামের লোকজন এই সাঁকো দিয়ে যাতায়াত করছে। তাদের প্রাণের দাবি অনতিবিলম্বে যেন এই সাঁকোর উপর ব্রিজ নির্মাণ করা হয়।

বঙ্গলতলী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা নেখেল চাকমা বলেন, দীর্ঘ কয়েক যুগ ধরে আমরা এই নদী পাড় হয়ে আসছি নৌকা দিয়ে। নদী ছোট হয়ে আসায় এখন সাঁকোর ব্যবস্থা হয়েছে। না হয় বারো মাসই নৌকা দিয়ে যাতায়াত করতে হতো। জনগণের প্রচেষ্টায় একটি গাছের সাঁকো নির্মাণ করে সেটি দিয়ে আমরা যাতায়াত করছি। এখন এটি যদি ব্রিজ হয় তাহলে ভাগ্য পরিবর্তন হবে আমাদের। আমাদের ছেলে মেয়েদের স্কুল-কলেজে যেতে অনেক কষ্ট হয়। তাই ব্রিজ নির্মাণের দাবি জানাই।

হাজাছড়ার স্থায়ী বাসিন্দা মৌলিনা চাকমা বলেন, আমরা নারীরা অনেক কষ্ট করে সাঁকো পাড় হয়ে কচিকাচা শিশু নিয়ে স্কুল ও হাটবাজারে যেতে অনেক কষ্ট পোহাতে হয়। বর্ষাকালে নদীর পানি বৃদ্ধি পেলে সাঁকো পাড় হতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। তাই এখানে ব্রিজ নির্মাণ করা হলে আমাদের কষ্ট লাগাম হবে।

সাজেক ইউপি চেয়ারম্যান নেকসন ও বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান ঞ্জানজীব চাকমা বলেন, উল্লেখিত স্থানে একটি ব্রিজ নির্মাণের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে সাঁকোটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার পরও জনগণ সেটি বাধ্যতামূলক যাতায়াত করছে। প্রতিনিয়ত শিশু বৃদ্ধ এই সাঁকো দিয়ে যাতায়াত করছে তাই আমরা সব সময় চিন্তায় থাকি। তাই জনস্বার্থে বিবেচনা পূর্বক সাঁকোর উপর জরুরিভাবে ব্রিজ নির্মাণের দাবি করছি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা