নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে সামাজিক অনুষ্ঠানে বই উপহার, বিভিন্ন অফিস-আদালত ও রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে বই পাঠের জন্য অভ্যাস গড়ে তোলার লক্ষে বই সংরক্ষণ করে রাখার দাবীতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বই পড়া আন্দোলন বাংলাদেশ এর ব্যানারে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ড. মোয়াজ্জেম হোসেন, সাবেক শিক্ষা কর্মকর্তা এ কে শাহজাহান, সাবেক অধ্যক্ষ প্রফেসর ফরিদ উদ্দিন মুরাদ, সাবেক ব্যাংকার বীর মুক্তিযোদ্ধা লস্কর আলী মিয়া, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, কবি রহিমা খাতুন সহ আরও অনেকে।বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।
বক্তারা সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে পাঠাগার স্থাপনের জন্য সরকারের কাছে অনুুরোধ জানান।
সান নিউজ/এমআইআর/এনকে