সারাদেশ

খুলনায় পুলিশের সোর্স হত্যায় গ্রেফতার ৩ 

নিজস্ব প্রতিনিধি, খুলনা: গোয়েন্দা পুলিশের সোর্স শফিকুল ইসলাম (৩৫) হত্যা মামলায় সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

গ্রেতারকৃতরা লবনচরার বাঙ্গালীগলির দক্ষিণ মোল্লাপাড়ার মো. বদি মোল্লার ছেলে মো. বাপ্পী মোল্লা (২৩), মোল্লাপাড়া মসজিদ গলির মো. আজারুল ইসলাম আজুর ছেলে মো. তরিকুল ইসলাম তারেক (২২) এবং মহিরবাড়ী ছোট খালপাড় এলাকার আশিকুর রহমান নিরুর ছেলে মো. নাইমুর রহমান আকাশ (১৯)।

গ্রেফতারকৃতরা মামলার মূল আসামি দুলাল তালুকদারের সাথে যোগসাজসে এ ঘটনা ঘটিয়েছে বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

সোমবার (১৮ জানুয়ারি) র‌্যাব এ তথ্য নিশ্চিত করে বলে রোববার দিবাগত রাতে লবণচরার আশিবিঘা এলাকা থেকে ৩ জন সন্দেহভাজনকে আটক করা হয়।

র‌্যাব আরো জানায়, আলোচিত এবং চাঞ্চল্যকর হত্যা মামলায় জড়িত অন্যান্য আসামিদেরকেও গ্রেফতারে গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে।

গত মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন বান্দাবাজার এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তিনজন সোর্সসহ গোপন তথ্যেরভিত্তিতে অভিযানে গেলে সেখানে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা ইয়াবা বিক্রেতা চক্রের সদস্যরা তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে গোয়েন্দা পুলিশের একজন এএসআইসহ অপর দু’জন সোর্স গুরুতর আহত হন। এসময় গোয়েন্দা পুলিশের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সদস্যদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোর্স শফিকুল ইসলামকে (৩৫) মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৩ জানুয়ারি লবণচরা থানায় একটি হত্যা মামলাসহ দু’টি পৃথক মামলা দায়ের করা হয়।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা