এম.কামাল উদ্দিন, রাঙামাটি : জেলার প্রত্যন্ত দুর্গম বিলাইছড়িতে বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গত ২ দিনের অভিযানে এই সব অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ৭ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
বিলাইছড়ি থানা সূত্রে জানা যায়, ফারুয়া আর্মি ক্যাম্প এলাকাধীন নতুন পাড়া নামক এলাকা হতে যৌথবাহিনীর অভিযানের অস্ত্রসহ ৭ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটককালে তাদের কাছ থেকে ৬টি একনালা বন্দুক, ২টি ধারালো চাকু ৮টি একনালা বন্দুকের সীসার কার্তুজ ও ২টি সীসার বিস্ফোরক ধাতব পদার্থ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, চাইলাগ্য ত্রিপুরা(৬৮), বিশ্বমনি ত্রিপুরা (৪৪), বলিরাম ত্রিপুরা (৪৫), বীরমনি ত্রিপুরা(৩৭), জীবন ত্রিপুরা(২৬), বীর বাহাদুর ত্রিপুরা(২৫) ও লক্ষণ ত্রিপুরা(৩০)। সন্ত্রাসী বীর বাহাদুর ত্রিপুরার বাড়ি রাঙামাটি জেলার রাজস্থলী বাকি ৬ জনের বাড়ি বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায়। আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে,এইসব অস্ত্রধারী সন্ত্রাসীরা জেএসএস সন্তু লারমা গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে পাহাড়ে এই সকল অস্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।
পুলিশ সুপার কার্যালয়ের গোপনীয় শাখা ডিআইও ওয়ান মোঃ নজিব উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অনেক কষ্টের বিনিময়ে এই অভিযান সফল হয়েছে।
বিলাইছড়ি থানা ও বিলাইছড়ি সেনা জোন এবং ফারুয়া আর্মি ক্যাম্পের সহযোগিতায় অভিযান পরিপূর্ণভাবে সফল করা সম্ভব হয়েছে। আঞ্চলিক দলের এসব সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে ওই সব এলাকায় অবৈধ অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছে। এই রিপোর্ট লিখা পর্যন্ত তাদের ব্যাপারে বিলাইছড়ি থানায় অস্ত্র মামলার প্রস্তুতি চলছে।
সান নিউজ/কেইউ/এনকে