সারাদেশ

বান্দরবান পৌর নির্বাচন: ৫০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : আসন্ন বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও সংরক্ষিত নারী আসনে ৭ জন এবং কাউন্সিলর পদে মোট ৩৮ জন পুরুষ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা দলীয় নেতাকর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী, বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. জাবেদ রেজা, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শাহাজাহান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নাছিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী বিধান লালা।

অপরদিকে, পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ, বিএনপি, পার্বত্য নাগরিক পরিষদ ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে ৪৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে সংরক্ষিত নারী আসনে ৭ জন নারী প্রার্থীও রয়েছেন।

এদিকে, আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা, আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া’সহ নেতাকর্মীরা।

অপরদিকে, বিএনপি মনোনীত দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিয়ের সময় জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং মারমা, বিএনপির সিনিয়র নেতা আইনজীবী কাজী মহতুল হোসেন, আবদুল মাবুদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার প্রমুখ নেতাকর্মীরা।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী (১৪ ফেব্রুয়ারি) বান্দরবান পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষদিন (১৯ জানুয়ারি) এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আগামী ২৬ জানুয়ারি।

সান নিউজ/এআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা