নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৮ জানুয়ারি) সকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেঃ কর্ণেল মিজানুর রহমান মিজান, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।
বক্তব্য প্রদান শেষে অতিথিরা বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ম্যারাথন উদ্ধোধন করেন। শতাধিক নারী ও পুরুষের অংশগ্রহণে স্টেডিয়াম থেকে ম্যারাথন শুরু হয়ে নীলগঞ্জ বাজার ব্রীজ এ গিয়ে সম্পন্ন হয়।
এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন উপলক্ষে স্টেডিয়ামে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ম্যারাথনে সংহতি প্রকাশ করে অংশ নেয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা-কর্মচারী, জন প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সান নিউজ/এমএস/এনকে