নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে পরাজিত হয়ে কাউন্সিলর প্রার্থী মকলেছুর রহমান নিজেই পুকুরে ডুব দিয়ে ভবিষ্যতে নির্বাচন না করার প্রতিজ্ঞা করলেন।
রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় তিনি ওয়ার্ডের লোকজনকে ডেকে পানিতে নেমে কান ধরে ডুব দিয়ে ভবিষ্যতে আর নির্বাচনে অংশ নেবেন না বলে প্রতিজ্ঞা করেন। সেই সাথে ভিডিও ধারণ করে মেহেরপুরের চোখ নামে একটি অনলাইন নিউজ পোর্টালে পাঠান। ভিডিও তাৎক্ষণিক ভাইরাল হয়ে পড়ে।
মকলেছুর রহমান জানান, এলাকার লোকজন তাকে নির্বাচনে অংশ নেয়ার জন্য বলেন। যারা নির্বাচনে দাঁড়াবার জন্য পিড়াপিরি করেছিলেন তারাই তাকে ভোট দেননি। একারণে তিনি আর কোন দিন নির্বাচনে অংশ নেবেন না।
শনিবার (১৬ জানুয়ারি) গাংনী পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৫ জন মেয়র ও ৪০ জন কাউন্সিলর পদে ভোটযুদ্ধে অংশ নেন।
সান নিউজ/এজে/এনকে