নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৫৭ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জনসহ ৭৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার বিকেল পর্যন্ত মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন আ’লীগ মনোনীত, কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য আঞ্জুমান আরা বন্যা, বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, যুব মহিলা লীগের সভাপতি এবং গত নির্বাচনের নৌকার পরাজিত প্রার্থী অধ্যক্ষ তাহমিনা আখতার মোল্লাহ, জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ বাবলুর রহমান বাবুল।
এছাড়াও ১২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৭ জন প্রার্থী এবং সংরক্ষিত আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে, ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নুর ইসলামের বিপরীতে কোন প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হতে চলেছেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আন্জুমান আরা বন্যা এরপূর্বে সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ২ বার এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে একবার প্রতিদ্বন্দ্বিতা করলেও কখনও জয়ের মুখ দেখতে পারেননি।
সান নিউজ/বিআই/কেটি