নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মেয়র পদে ১২জন,কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ সহ মোট ৫৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন ।
মেয়র পদে মনোনয়ন পত্র দাখির করেছেন-আওয়ামীলীগ মনোনীত মোস্তাফিজুর রহমান মোস্তাক ,বিএনপি মনোনীত মাহমুদুন্নবী পান্না বিশ্বাস ,জাপা মনোনীত আলমগীর হোসেন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখির করেছেন-রানীশংকৈল উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র আলমগীর সরকার, গতবারের আ'লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রনেতা মোকারম হোসাইন, সাবেক মেয়র মোখলেছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা আ'লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মরহুম আবুল কাশেমের ছেলে নওরোজ কাউষার কানন, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক সাবেক ভিপি রফিউল ইসলাম, রাণীশংকৈল উপজেলা আ'লীগের সিনিয়র সহ সভাপতি মরহুম নুরুল ইসলামের ছেলে রোকনুল ইসলাম ডলার, পৌর আ'লীগের সদস্য ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ইস্তেকার আলী, এবং ব্যবসায়ী আব্দুল খালেক।
কাউন্সিল'র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৩৩ জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১৩ জন।
রানীশংকৈল পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৭০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩১২ জন এবং মহিলা ৭ হাজার ৩৯০ জন।
সান নিউজ/বিআইবি/এনকে