নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উৎসবমূখর পরিবেশে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (১৭ জানুয়ারি) উপজেলা নির্বাচন অফিসে প্রার্থী ও কর্মী সমর্থকরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন জমাদানের শেষ দিনে উৎসবমূখর পরিবেশে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৬ জন ও কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মাহবুবুল কবির।
দুপুর সাড়ে ১২টার দিকে মেয়র পদে প্রথমে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম।
অপরদিকে দুপুর ২টার দিকে মেয়র পদে মনোনয়নপত্র জামা দেন বিএনপির মনোনীত প্রার্থী ওজিউল ইসলাম ওজিল।
বিকেলে অপর এক স্বতন্ত্র মেয়র পদপ্রত্যাশী আফজাল হোসেন মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখ্য, শিবগঞ্জ পৌরসভায় মোট ভোটার রয়েছে ২৪ হাজার ৪’শ ১৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ২’শ ২৮ জন ও মহিলা ভোটার ১২ হাজার ১’শ ১৯ জন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার ২৬ জানুয়ারি। ভোট অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারী।
সান নিউজ/জেএইচএম/এনকে