নিজস্ব প্রতিবেদক : দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণে জোড়াতালি দিয়ে শীত পার করলেও গরমের সময় লো ভোল্টেজ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পাক্ষিক এনার্জি এন্ড পাওয়ার (ইপি) আয়োজিত ওয়েবিনারে এ শঙ্কার কথা জানিয়েছেন পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
শনিবার( ১৬ জানুয়ারি) উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণে চ্যালেঞ্জ শীর্ষক ওয়েবিনারে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান (লিটন), পিজিসিবির নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ইয়াকুব এলাহি চৌধুরী, নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম, নেসকোর চেয়ারম্যান একেএম হুমাযূন কবির বক্তব্য রাখেন। ইপি সম্পাদক মোল্লা আমজাদ হোসেন ওয়েবিনারটি সঞ্চালনা করেন।
পিডিবির চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, বর্তমানে বিদ্যুৎ নিয়ে রাজশাহী ও রংপুর অঞ্চল কষ্টে আছে। রাজশাহী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের সমস্যা সবেচেয়ে বেশি। এ ছাড়া ময়মনসিংহ অঞ্চলেও এ সমস্যা রয়েছে। তবে ময়মনসিংহে বিদ্যুৎ সমস্যা সমাধান করা সহজ হলেও উত্তরাঞ্চলে সে তুলনায় সমস্যা অনেক বেশি।
সৈয়দপুরে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে, ঠাকুরগাঁও ১১৫ মেগাওয়াট একটি বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসার কথা। বিদেশি বিশেষজ্ঞদের কারণে দেরি হচ্ছে। এ কেন্দ্র না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না। প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র বলেন, শহরের পরিচ্ছন্নতার জন্য সব বিদ্যুতের তার মাটির নিচে দিয়ে নিতে হবে। এ জন্য একটি পাইলট প্রকল্প গ্রহণ করায় নেসকোকে ধন্যবাদ জানাই।
সান নিউজ/এসএ