নিজস্ব প্রতিনিধি, ফেনী : ফেনী দাগনভূঞা পৌসরভা নির্বাচনে ৯টি কেন্দ্রের ফলাফলে ৮ হাজার ২২৪ ২৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ওমর ফারুক খাঁন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের বিএনপি প্রার্থী কাজী সাইফুর রহমান পেয়েছেন ৯শ ৩৯ ভোট, জাতীয় পার্টি লাঙ্গলের প্রার্থী বিনোদ বিহারী ভৌমিক পেয়েছে ১শ ১৯ ভোট, মোবাইল প্রতীকের প্রার্থী তারেক আজিজ খান পেয়েছে ৬১ ভোট।
দাগনভূঞা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, ফেনী দাগনভূঞা পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন।
দাগনভূঞা পৌরসভায় ২৫ হাজার ৭২ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫শ ৬৬ জন ও নারী ভোটার ১২ হাজার ৫শ ৬ জন।
নির্বাচনে ১৩টি কেন্দ্রে ১৩ জন প্রিজাইডিং অফিসার ও ৭৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। প্রতিকেন্দ্রে দুই জন করে মোট ১৪৬ জন পোলিং অফিসার দায়িত্বে ছিলেন।
প্রতিটি ভোট কক্ষে ১টি করে ৭৩টি ইভিএম মেশিন ছিল। এছাড়াও প্রতিটি কেন্দ্রে ১টি করে মোট ১৩টি অতিরিক্ত ইভিএম মেশিন ছিল।
সান নিউজ/একেএ/কেটি