নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার ঈশ্বরদীতে মারধর করা, কেন্দ্র থেকে বের করে দেয়া, জোর করে নৌকায় সিল মারাসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ভোটবর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম নয়ন।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুর সোয়া একটার দিকে নিজ বাসার সামনে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি এ ঘোষণা দেন।
এ সময় তিনি অভিযোগ করেন, সকালে ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে গেলে নৌকার সমর্থকরা পুলিশের সামনে তাকে মারধর করে বের করে দেয়। পরে আমার কয়েকজন কর্মীকে মারধর করে একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে তারা।
এছাড়া বুথ দখল করে সেখানে নৌকার এজেন্টরা নৌকায় সিল মারতে বাধ্য করছে ভোটারদের। নির্বাচন কমিশনকে জনিয়েও কোনো কাজ হয়নি। তাই এই অনিয়মতান্ত্রিক ভোট তিনি বর্জনের ঘোষণা দিয়েছেন।
সান নিউজ/এসআর/এনকে