সারাদেশ

সুনামগঞ্জে অনাবাদি ৮ হাজার হেক্টর কৃষিজমি

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : ২০০০ সালে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার খাসিয়ামারা নদীতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) তত্ত্বাবধানে ১ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে রাবার ড্যাম স্থাপন করা হয়। ২০১৪ সালের জুলাইয়ে পাহাড়ি ঢলে ভেঙে যায় রাবার ড্যাম-বক্তারপুর সড়ক।

এই ভাঙা সড়কটি দীর্ঘ ৬ বছর পেরিয়ে গেলেও সংস্কার হয়নি। এতে প্রত্যেক বর্ষা মৌসুমে ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে যায় সহস্রাধিক হেক্টর ফসলি জমি। আবার শুষ্ক মৌসুমে ভাঙা অংশ দিয়ে পানি বেরিয়ে যাওয়ায় সেচ সংকটে অনাবাদি থাকছে প্রায় ৮ হাজার হেক্টর জমি। এদিকে দীর্ঘ ৬ বছর ধরে এক ফসলি জমি অনাবাদি থাকায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

কৃষকরা বলেছেন, উপজেলার এই অংশে কেবল বোরো ধান আবাদ করা যায়। রাবার ড্যামটি সংস্কার না করায় বছরের পর বছর ফেলে রাখতে হচ্ছে আবাদি জমি। অন্যদিকে, এ ড্যামটি সংস্কার নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, ২০১৪ সালের জুলাইয়ে পাহাড়ি ঢলের কারণে খাসিয়ামারা নদীর রাবার ড্যাম-বক্তারপুর সড়কটি ভেঙে যায়। এরপর থেকেই প্রত্যেক বছর বর্ষা মৌসুমে ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ও পুকুর। আবার শুষ্ক মৌসুমে পানি বেরিয়ে যাওয়ায় বোরো আবাদে সেচ সংকটে পড়তে হয় চাষীদের।

তারা জানান, রাবার ড্যামটি স্থাপনের ফলে লক্ষ্মীপুর ও সুরমা ইউনিয়নের বাসিন্দারা সহজেই উপজেলা সদরে যাতায়াত করতে পারতেন। কিন্তু সড়কটি ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দুই ইউনিয়নের কয়েক লাখ বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ভাঙনের পর থেকে এখন পর্যন্ত লক্ষ্মীপুর ও সুরমা ইউনিয়নের টিলাগাঁও, বক্তারপুর, খাগুরা, কান্দাগাঁও, মহব্বতপুর, টেংরা, গ্রীসনগরসহ শতাধিক গ্রামের ৮ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করতে পারছেন না কৃষকরা।

মিরপুর গ্রামের কৃষক আজিজুর রহমান বলেন, রাবার ড্যাম ভাঙনে এ অঞ্চলের ফসলি জমিগুলোয় বোরো আবাদ বিলুপ্তির পথে। ৬ বছর ধরে বোরো ধান আবাদ করতে পারছি না। টিলাগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা কলিম উদ্দিন মাস্টার বলেন, প্রতি বছর ভাঙা অংশ দিয়ে বন্যার পানি বাড়িঘরে প্রবেশ করে। ভাঙনের কারণে ফসলি জমিতে চাষাবাদ করা যাচ্ছে না। প্রতি বছর বন্যায় আমন ধান নষ্ট হয়। ভাঙনের জন্য বোরো চাষ করা যাচ্ছে না।

প্রতি বছর প্রকৌশলীরা এসে জরিপ করে যান। তারপর আর তাদের দেখা মেলে না। এ ভাঙনের ফলে লক্ষ্মীপুর, সুরমা, বোগলাবাজার ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ ভোগান্তিতে রয়েছে। এছাড়া ওইসব এলাকায় সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় সীমান্তের বাজারগুলোয় পণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ বলেন, এলাকার মোট আবাদি জমি ৮ হাজার হেক্টরেরও বেশি। কিন্তু ড্যাম ভাঙা থাকার কারণে এইসব জমিতে আবাদ করা সম্ভব হচ্ছে না। এ বছর ধানের দাম বেশি থাকায় কৃষকরা নিজ উদ্যোগে সেচের ব্যবস্থা করে ৩০-৩৫ হেক্টর জমিতে বোরো আবাদের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু রাবার ড্যামটি সংস্কার করা হলে পুরো এলাকার জমিই আবাদের আওতায় আনা যেত।

সুনামগঞ্জ এলজিইডির সিনিয়র প্রকৌশলী হরজিৎ সরকার বলেন, প্রতি বছর পাহাড়ি ঢলে খাসিয়ামারা নদীর দুই পাড়ের যেকোনও এক পাড় ভেঙে যায়। রাবার ড্যাম ভাঙনের কাজটি বাস্তবায়নের জন্য ঢাকা থেকে এলজিইডির প্রকৌশলী এসে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেছেন। নদীর পানি ধারণক্ষমতা কমে গেছে। এ অবস্থায় বিকল্প উপায়ে পানির প্রবাহ নিশ্চিত করতে হবে।

যাতে বন্যার সময় অতিরিক্ত পানি ড্যাম উপচে যেতে পারে। এ কাজের জন্য পানি উন্নয়ন বোর্ডের অনুমতি প্রয়োজন। কিন্তু তারা এ অনুমতি দিচ্ছে না। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর-২) শামছুদ্দোহা বণিক বার্তাকে বলেন, আমি জেলায় নতুন যোগদান করেছি। সম্প্রতি খাসিয়ামারা দোয়ারাবাজার উপজেলার রাবার ড্যামের ভাঙন পরিদর্শন করে এসেছি। রাবার ড্যামটি যেহেতু এলজিইডি বাস্তবায়ন করেছে এ ভাঙনের সংস্কারকাজও তাদেরই করা উচিত।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

ঢাকায় বাইডেনের বিশেষ প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাই...

শেখ হাসিনাসহ ৬১ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে আদালতের নির্দেশে সাবেক প্রধা...

গুমের সঙ্গে জড়িতরা পার পাবে না

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের কোথাও গুমের সঙ্গ জড়িতরা পার পায়নি...

বাংলাদেশিদের পাঁচ দেশ ভ্রমণে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের ৫ দেশে যেতে চাওয়া বাংলাদেশিদের জন...

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ও...

কলম্বিয়ায় গেরিলা হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার আনোরিতে ন্যাশনাল লিবারেশন আর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা