নিজস্ব প্রতিনিধি, নরিসংদী : নরসিংদীর বেলাব বাজারে আগুনে পুড়ে গেছে ৭ দোকান। এতে নগদ প্রায় ৯ লাখ টাকা ও মালামালসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা।
শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল দুপুরে উপজেলা সদরের বেলাব বাজারের উপজেলা রোডে এ আগুন লাগার ঘটনা ঘটে। এসময় আগুন নেভাতে গিয়ে মো. সুজন মিয়া নামে স্থানীয় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য আহত হয়েছেন।
বেলাব ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. হেলাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, শুক্রবার বেলাব বাজারে সাপ্তাহিক হাট হওয়ায় দোকানিরা দোকান খুলে ব্যবসা পরিচালনা করছিলেন। হঠাৎ করে মকবুল হোসেনের লেপ তোষকের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আশেপাশের ৭ দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে বেলাব, রায়পুরা ও মনোহরদী ফায়ার সার্ভিস ও এলাকাবাসির সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই পুড়ে ছাই হয়ে যায় নগদ টাকা সহ প্রায় এক কোটির টাকার মালামাল।
বেলাব ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. হেলাল উদ্দীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি লেপ তোষকের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
সান নিউজ/এসআই/কেটি