নিজস্ব প্রতিনিধ, সিলেট : সিলেট মহানগরীর চৌহাট্টা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত রিকশা চলাচলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সিলেটের বিভিন্ন মার্কেটের সামনে ব্যানার নিয়ে মাববন্ধনে অংশগ্রহন করেন সর্বস্তরের ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মধুবন মাকের্ট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কিবরিয়া হোসেন নিঝুম, ব্লু ওয়ার্টার শপিং সিটির সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, মোটর সাইকেল পার্টস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাজুওয়ান আহমদ, রাজা ম্যানশনের সভাপতি মাসুদ হোসেন খান, সিলেট প্রেসমালিক ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি গোলাম কিবরিয়া মাসুক, লতিফ সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি সুজিত চৌধুরী, সাধারণ সম্পাদক মো. কাপ্তান মিয়া, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. রুপন খান, মধুবন মাকের্ট ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, ব্লু ওয়াটার শপিং সিটির সহ-সভাপতি জুয়েল তালুকদার, রুপু মিয়া, আল মারজান মার্কেটের সভাপতি মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ লোকমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন-কামরুল ইসলাম, সাবুল মিয়া, তুরুন মিয়া, মো. সরফরাজ, আবু বক্কর টিটু, মো. ফরহাদ আহমদ, বেলাল আহমদ, সুজন আহমদ, রাসেল আহমদ।
মানববন্ধনে বক্তারা বলেন-চৌহাট্টা থেকে পয়েন্ট পর্যন্ত রিকশা চলাচল বন্ধ থাকায় হাজার হাজার ব্যবসায়ী ক্ষতি হচ্ছে। ৭২ ঘন্টার মধ্যে রিকশা চলাচল করতে না দিলে পরে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানবন্ধনে একাত্মতা প্রকাশ করেন সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
সান নিউজ/এক/এস