সারাদেশ

১৫ লাখ মানুষের ভরসা ভাঙা বাঁশের সাঁকো

মাসুম লুমেন, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মোল্লাবাজার সংলগ্ন ভেড়ামারা ব্রিজের রেললাইনের পাশে নদীর ওপর ভাঙা সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ১৭ ইউনিয়নের প্রায় ১৫ লাখ মানুষ। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

এলাকাবাসী জানান, ভাঙা সেতুটির কারণে বেশি দুর্ভোগের শিকার হন শিক্ষার্থী, কৃষক এবং রোগীরা। সেতুটি ২০১৪ সালে সাবেক চেয়ারম্যান কাজী ইব্রাহীম খলীল উলফাত এবং এলাকাবাসীর উদ্যোগে নির্মাণ করা হয়। কিন্তু সময়ের সাথে সাথে এই বাঁশ-কাঠের সেতুটি দুর্বল হয়ে চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পরেছে।

২০১৯ সালের বন্যায় বড় অংশ ধসে পড়ে। বন্যার পর ধসে পড়া অংশ সংস্কারের কোন নেয়নি স্থানীয় প্রশাসন। কিছুদিন পর সাঁকোটির একটি অংশ পুরোপুরি ভেঙে পড়ে।

জানা গেছে, সদর উপজেলা ছাড়াও সাদুল্যাপুর এবং সুন্দরগঞ্জ উপজেলার ১৭ ইউনিয়নের শতাধিক গ্রামের ১৫ লাখ মানুষ ঝুঁকি নিয়েই সেতুটি দিয়ে মালামাল, খাদ্যসামগ্রী ও কৃষিপণ্য পারাপার করেন। অটোরিকশা, মোটরসাইকেল, রিকশা ও ভ্যানসহ তিন শতাধিক যান প্রতিদিন সেতুটি দিয়ে চলাচল করতো। বর্তমানে সেতুটি ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে ভেড়ামারা রেললাইন ব্রিজ দিয়ে চলালল করছে মানুষ ও যানবাহন।

মোল্লা বাজারের শহিদুল ইসলাম বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি ব্যবহার করা ছাড়া আমাদের কোনও বিকল্পও নেই।’

গাইবান্ধা সরকারি কলেজের ছাত্র শাহিন মিয়া বলেন, ‘সেতুটির জন্য হাজার হাজার মানুষ বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন সেতু করার উদ্যোগ নিচ্ছে না। আমরা জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছি।

স্থানীয় খোলাহাটি ইউপি চেয়ারম্যান শেখ ছামাদ আজাদ জানান, সেতুর দুই পাশে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, বাজার এবং শতাধিক গ্রাম। এ সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেশি ভোগান্তি পোহাচ্ছে। তাছাড়া গ্রামের মানুষ অসুস্থ হলে মারাত্মক সমস্যায় পরতে হয়। এলাকাবাসীর দ্রুতই এই দুর্ভোগের অবসান চায়।

গাইবান্ধা সদর উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা জানান, সেতুটি নির্মাণের জন্য প্রায় সাড়ে ছয় কোটি টাকার প্রস্তাবনা তৈরি করা হয়েছে। স্থানীয় প্রকৌশল বিভাগ দ্রুত সেতুটি নির্মাণের উদ্যোগ নিয়েছে। খুব শীঘ্রই সেতুটির নির্মাণ কাজ শুরু করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোরো মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছ...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে কাঁদলেন প্রধান উপদেষ্টা

বিনিয়োগ সম্মেলনে ১৯৭৪ সালের দুর্ভিক্ষে ক্ষুধা-দারিদ্র্যের কথা বলতে গিয়ে কেঁদে...

শেখ হাসিনার পরিবারের ১৬ কোটি টাকা অবরুদ্ধ

দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জ...

বৈশাখের শোভাযাত্রায় থাকছে ফিলিস্তিন নিয়ে গান

পহেলা বৈশাখের শোভাযাত্রায় ফিলিস্তিন নিয়ে গান গাওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে অভিযোগ জানাবে বাংলাদেশ

বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এর ফলে বাংলাদেশের র...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

'পার্ক ব্যবস্থাপনা প্রাণিবান্ধব ও দর্শনার্থীবান্ধব করতে হবে'

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পার্ক ব্যবস্থাপনাটা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা