নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে চুরিকৃত গাড়ি উদ্ধার ও গাড়ি চুরির মামলার দুই আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার বেটুয়ারমুখ গ্রামের মো. সালিক আহমদের ছেলে রুমন আহমদ (২০) জালালাবাদ থানার পশ্চিম জাঙ্গাইল গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মো. আমির হোসেন (২২)।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে আদালতের নির্দেশে তাদের কারগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছে দক্ষিণ সুরমা থানার পুলিশ।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় জালালাবাদ থানার কান্দিরগাঁও ইউনিয়নের জাঙ্গাইল পয়েন্টের আলীম পেইন্টিংয়ের মালিক আমির হোসেনের ওয়ার্কসপ থেকে চুরি হওয়া সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়।
এসময় রুমনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে আমিরের সংশ্লিষ্টতা পেয়ে বুধবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে তাকেও গ্রেফতার করা হয়।
জানা যায়, দক্ষিণ সুরমায় মসজিদের সামনে সিএনজি অটোরিকশা রেখে নামাজ পড়তে ঢুকেছিলেন চালক। কিন্তু নামাজ শেষে আর গাড়িটি পাননি। ঘটনাটি ঘটে গত বছরের ১৮ ডিসেম্বর দক্ষিণ সুরমার বেটুয়ারমুখ জামে মসজিদের সামনে।
পুলিশ জানায়, সেদিন চালক দুলাল মিয়া (৪০) বেটুয়ারমুখ জামে মসজিদের সামনে গাড়িটি রেখে জোহরের নামাজ পড়তে মসজিদে ঢুকেন। গাড়িটি নাম্বার প্লেটবিহীন ছিলো। মসজিদ থেকে বের হয়ে তিনি আর গাড়িটি পাননি।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানায় গাড়ির মালিক মো. শরীফ আলীর (৩০) দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা (নম্বর-০৯) রুজু হয়।
সান নিউজ/এক/এনকে