নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটির সদর উপজেলার কুতুবছড়ি এলাকায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক পানিতে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী,পুলিশ ও ফায়ার সার্ভিস দল জানান, চট্টগ্রাম থেকে কংক্রিট নিয়ে ছেড়ে আসা ট্রাকটি খাগড়াছড়ির মাহালছড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে। কংক্রিট ভর্তি ট্রাকটি সদর উপজেলার কুতুকছড়ি বাজার সংলগ্ন বেইল ব্রিজে উঠতেই ব্রিজটি ভেঙে ট্রাকটি নদীতে পড়ে গেলে ঘটনাস্থলেই চালক আরাফাত (৪৫)সহ তিন জন নিহত হয়েছে বলে জানাগেছে।
এতে করে রাঙামাটি-খাগড়াছড়ি ও মাহালছড়ি সড়ক যোগযোগ বন্ধ রয়েছে।
এদিকে বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার খবর পেয়ে ট্রাকটি উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে যান,স্থানীয় লোকজন, সেনাবাহিনী, পুলিশ ও রাঙামাটি ফায়ার সার্ভিস ইউনিট। নদী থেকে লাশ উদ্ধার ও ট্রাকটি উদ্ধার করতে চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী,ফায়ার সর্ভিস ও পুলিশ।
ওসি কবির হোসেন জানান, সকাল ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্ট মেট্রো-শ,১১-৩৪ ৩৮ নাম্বারের ট্রাকটি মাহালছড়ি যাওয়ার পথে কুতুকছড়ি বেইলি ব্রিজ ভেঙে ঘটনাস্থলেই চালকসহ তিন জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। ময়না তদন্তের জন্য লাশ রাঙামাটি সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ৩ জনের মধ্যে ২ জনের নাম এখনো জানা যায়নি।
সান নিউজ/বিএস