সারাদেশ

প্রতারণার অভিযোগে কথিত ইঞ্জিনিয়ার কারাগারে

নিজস্ব প্রতিনিধি, খুলনা: চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার মামলায় খুলনা হতে কথিত ইঞ্জিনিয়ার মো. হাসানুল বান্নাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১০ জানুয়ারি) বিকেলে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি বান্না জামিন আবেদন করলে বিচারক ড. আতিকুস সামাদ না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি বান্না খুলনা মহানগরের ট্যাংক রোড এলাকার মো. শহিদুল্লাহর ছেলে।

মামলার বিবরণী থেকে জানা যায়, আসামি বান্না চাকরি দেওয়ার কথা বলে সৈয়দা সুলতানা নামে একজন গৃহিণীর কাছ থেকে পাঁচ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর সুলতানা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম জানান, আসামি বান্না আদালতে জামিন চাইলে বিজ্ঞ বিচারক নামঞ্জুর করেছেন। বান্না বাদীর কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে পাঁচ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এ ধরনের অভিযোগে আসামির বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানা গেছে।

জানাযায়, বান্না নিজেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়া ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে থাকেন। তার কোনো বৈধ কাগজ পত্র নেই বলে জানা গেছে। এছাড়াও খুলনার আদালতে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বেশ কিছু মামলাও রয়েছে।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা