নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সংলগ্ন সিনিয়র মাদ্রাসার খেলার মাঠ, পুকুর এবং নূরানী শাখার শ্রেণীকক্ষ ও অফিস দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা আব্দুল জলিল মিঞজী এসব জায়গা দখর করে গাছপালা লাগিয়েছেন এবং হাঁস, মুরগী ও গবাদি পশুর খামার গড়ে তুলেছেন। কেউ এসবের প্রতিবাদ করলে তাকে মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। এতে ঐ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা ও প্রশাসনিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।
সোমবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন চিংড়াখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. রুহুল আমীন হাওলাদার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ১৯৪৩ সালে চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিনিয়র মাদ্রাসা ও মিঞাজী দরবার শরীফ প্রতিষ্ঠা করা হয়। পরবর্তিতে সেখানে প্রতিষ্ঠা করা হয় একটি নূরানী মাদ্রাসা, এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং। বর্তমানে এসব প্রতিষ্ঠানে সাড়ে সাত’শ শিক্ষাথী রয়েছে। আবদুল জলিল মিঞজী নামে স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতা বছর খানেক আগে বিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন খেলার মাঠ ও জমি দখল করে গরু-ছাগল ও হাঁস-মুরগির খামার করেছেন। সস্প্রতি তিনি নূরানী শাখার দু’টি শ্রেণী কক্ষ টিনের বেড়া দিয়ে এবং অফিস কক্ষ তালা দিয়ে নিজ দখলে নিয়েছেন।
এ ব্যাপারে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে।
সান নিউজ/আরকে/কেটি