বগুড়া প্রতিনিধি : বগুড়ায় লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের সামনে পড়ে দুমড়ে-মুচড়ে গেছে একটি ট্রাক। তবে একটুর জন্য রক্ষা পেয়েছেন চালক। তিনি মুহূর্তের মধ্যেই ট্রাক থেকে লাফিয়ে পড়ে পাণে বেঁচেছেন।
সোমবার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে শহরে নারুলী এলাকার ব্যস্ততম চার রাস্তা মোড়ের লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বোনারপাড়াগামী ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় ট্রাকটি।
এলাকাবাসী জানায়, ট্রেনটি বেশ কয়েকবার হর্ন দিলেও ট্রাকের চালক ট্রাক নিয়ে রেল লাইনের ওপরে উঠে যান। এতে সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাকচালক লাফিয়ে প্রাণ রক্ষা করেন। পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেন।
বগুড়া পৌরসভার ২০নং ওয়ার্ড কাউন্সিলর মো. রোস্তম আলী জানান, এর আগেও এই লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে। এই ব্যস্ততম এলাকায় লেভেল ক্রসিংয়ে গেটম্যানের মাধ্যমে যানবাহন পারাপার করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। এটা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।
সান নিউজ/এম