নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনায় প্রমিকার সঙ্গে দেখা করতে এসে গণধোলাই খেয়েছে আজিজুল ইসলাম (১৮) নামের এক প্রেমিক। শনিবার (৯ জানুয়ারি) সাড়ে ৯টার দিকে ভাঙ্গুড়া উপজেলার পৌর সদরের ৯নং ওয়ার্ডের বিশ্বাস পাড়ায় এ ঘটনা ঘটে।
আজিজুল ইসলাম উপজেলার খানমরিচ ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পানীতে সিকিউরিটি সহকারি হিসেবে কর্মরত।
খোঁজ নিয়ে জানা গেছে, পৌর সদরের বিশ্বাস পাড়ার জনৈক এক ব্যক্তির কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আজিজুলের। বিষয়টি প্রায় ৬ মাস পূর্বে মেয়ের পরিবারের লোকজন জানতে পারে। তারপর তারা দুজনকে সতর্ক করে দেন এবং মোবাইল ফোন ব্যবহার থেকে তাদের মেয়েকে বিরত রাখেন। এমতাবস্থায় গতকাল রাত সাড়ে ৯টার দিকে আজিজুল কাউকে কিছু না বলে গোপনে ওই জনৈক মেয়ের শোবার ঘরে প্রবেশ করে খাটের নিচে লুকিয়ে থাকে।
পরে প্রেমিকার চাচাতো ভাই ঘরে প্রবেশ করে খাটের নিচে লোক দেখে চিৎকার করতে থাকে। তখন স্থানীয়রা এগিয়ে এসে আজিজুলকে আটক করে আগে গণধোলাই দিয়ে পরে ভাঙ্গুড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। জিজ্ঞাসাবাদের আটককৃত যুবক নিজেকে প্রেমিক বলে দাবি করেন।
আটক আজিজুল ইসলাম জানান, সে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছে ভাঙ্গুড়াতে। কিন্তু সবাই তাকে ভুল বুঝে আটক করেছে। ওই মেয়ের সঙ্গে তার দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের সূত্র ধরে প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবি করেন তিনি।
সান নিউজ/এস