নিজস্ব প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া মাদ্রাসা রোড এলাকায় মেয়েকে শ্লীলতাহানী ও মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে মা ও ছেলে গুরুতর আহত হয়েছে বলে অভিযোগে উঠেছে। এসময় সাড়ে তিন ভড়ি ওজনের স্বর্ণের গলার হার ও একজোড়া কানের দুল ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় শনিবার (৯ জানুয়ারি) রাতে থানায় অভিযোগ দায়ের করেছে ওই এলাকার আরশাদ আলী আকবরের স্ত্রী ফাতেমাতুজ জোহরা মনি (৩০)।
আহতরা হলেন, মিজমিজি কান্দাপাড়া মাদ্রাসা রোড এলাকার মোশারফ হোসেনের স্ত্রী ও ফাতেমাতুজ জোহরা মনি’র মা খাদিজা বেগম (৬০), তার ছোটভাই শওকত হোসেন (২২)। এছাড়া অভিযুক্তরা হলো, মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মৃত আবুল হাসেমের ছেলে আসাদ আলী আজগর (৩৫), মেয়ে নারগিস আক্তার (৪০) ও মোসলেমের ছেলে মাসুম (২২) সহ অজ্ঞাত ৬/৭ জন।
হামলাকারী আসাদ আলী আজগর ও নারগিস আক্তার ফাতেমাতুজ জোহরা মনি’র দেবর ও ননদ।
ফাতেমাতুজ জোহরা মনি অভিযোগে উল্লেখ করেছেন, আমার দেবর আসাদ আলী আজগর আমার স্বামী আরশাদ আলী আকবরের কাছে ১৫ হাজার টাকা পাওনা রয়েছে। সেই টাকার জন্য প্রায় সময় আমার দেবর আমার সাথে খারাপ আচরণ করে গালিগালাজ করে। আজ (শনিবার) দুপুরে সে লোকজন নিয়ে এসে আমাকে ও আমার মা-বাবাকে তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় আমি জানালা দিয়ে কেন গালিগালাজ করছে জানতে চাইলে সে একটি কাঠ হাতে নিয়ে আমার উপর ছুড়ে মারে। সেটি আমার শরীরে না লাগায় সে আমার বাসায় ঢুকে আমার পরিহিত জামা ধরে টান হেচড়া শুরু করে। এতে আমার জামা ছিড়ে যায় এবং কাঠের লাঠি দিয়ে আমাকে মারধর করে শ্লীলতাহানী করে।
আরো উল্লেখ করেছেন, খবর পেয়ে আমার মা খাদিজা বেগম ও ছোট ভাই শওকত হোসেন ঘটনাস্থলে এসে আমাকে কেন মারধর করেছে জানতে চাইলে আজগর ও তার সাথে থাকা লোকজন লোহার বেলচা দিয়ে আমার ও ভাইকে মাথায় ও হাতে আঘাত করলে আমার মা মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় এবং আমার ভাইয়ের হাতের দুটি আঙ্গুল ভেঙ্গে যায়। এসময় তারা আমার মায়ের কাছ থেকে সাড়ে তিন ভড়ি ওজনের স্বর্ণের গলার হার ও একজোড়া কানের দুল ছিনিয়ে নিয়েছে । যাওয়ার সময় এ নিয়ে বাড়াবাড়ি করলে আরো বড় ধরণের ক্ষতি সাধন করবে বলেও হুমকি দেয়। খবর পেয়ে আমার ভাই মঞ্জুসহ স্থানীয় লোকজন এসে আমার মা ও ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করে।
অপরদিকে, এ ঘটনায় আগেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করে আসাদ আলী আজগর।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সান নিউজ/এনএ/এস