নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় কৃষকদের ফুল বিপণন ব্যবস্থা শক্তিশালী বিষয়ক কর্মশালা দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ জানুয়ারি) বেলা ১১টায় কর্মশালার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আলী হাসান। জেলা মাকের্টিং অফিসার সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পার্সন ছিলেন উপজেলা কৃষি অফিসার তালহা জুবায়ের মাসরুর।
ফুল উৎপাদন থেকে শুরু করে ফুল বিপণন পর্যন্ত সময়কালীন সামগ্রীক বিষয়ে জেলার ৪ উপজেলার ৩০ জন কৃষান- কৃষানীকে হাতে-কলমে ফুল চাষের বিভিন্ন কলাকৌশল রপ্ত করান।
চুয়াডাঙ্গায় এ বছর ৬শ বিঘা জমিতে গাঁদা, রজনীগন্ধা, গোলাপ, কামিনী, চন্দ্র মল্লিকা, ডালিয়া, জিপসী, গ্লালোডিয়াস চাষ বাণিজ্যিকভাবে শুরু হয়েছে।
সান নিউজ/এসকে/এস