নিজস্ব প্রতিনিধি, সিলেট : মুজিববর্ষ উপলক্ষে র্যাব-৯ এর সেবা সপ্তাহ পালন হচ্ছে। এর পঞ্চম দিনে সিলেট ও সুনামগঞ্জের ৫শ’ অসহায়ের হাতে খাবার তুলে দিয়েছেন র্যাব সদস্যরা। এরমধ্যে সিলেটে ৩০০ ও সনুামগঞ্জে ২০০টি খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে।
রোববার (১০ জানুয়ারি) সিলেটে ব্যাটালিয়ন অফিসের সামনে খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন র্যাব-৯ এর অধিনায়ক লেফ. কর্ণেল আবু মূসা মো. শরীফুল ইসলাম।
ব্যাটালিয়ন সদরের এ কর্মসূচির আওতায় ৩০০ জন অসহায় গরিবের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্পেশালাইজড কোম্পানী কমান্ডারের (ইসলামপুর ক্যাম্প) অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।
এছাড়াও সিপিসি-২ ( শ্রীমঙ্গল ক্যাম্প) ও সিপিসি-৩ (সুনামগঞ্জ) ক্যাম্পের কোম্পানী কমান্ডার যথাক্রমে মেজর আহমেদ নোমান জাকি ও লে. কমান্ডার ফয়সাল আহমেদের ব্যবস্থাপনায় ২০০ জন দরিদ্র মানুষের হাতে খাবার তুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।
সান নিউজ/এক/এনকে/এস