নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণ মামলার চার্জগনের তারিখ আবারও পিছিয়েছে। আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে ১৩ জানুয়ারি চার্জ গঠনের নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
রোববার (১০ জানুয়ারি) দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক চৌধুরী এ নির্দেশ দিয়েছেন। এরআগে রোববার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশিদা সাইদা খানম। তিনি জানান, আসামিপেক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক শুনানি শেষে ২দিন বাড়িয়ে চার্জগঠনের উপর শুনানির জন্য আগামী ১৩ জানুয়ারি নতুন দিন নির্ধারণ করেন।
এসময় আসামি তারেকুল ইসলাম তারেকের আইনজীবী জামিনের আবেদন জানালে তা নামঞ্জুর করেন।
গত বছরের ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। নির্যাতিতার স্বামীর মামলার প্রেক্ষিতে আটজনকে অভিযুক্ত করে ৩ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
পরে গত ৪ জানুয়ারি এ আদালতে আসামিদের উপস্থিতিতে চার্জগঠনের তারিখ নির্ধারিত হয় আজ ১০ জানুয়ারি।
এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়। এ পর্যন্ত মামলার ছয়জন এজাহারভুক্ত আসামিসহ আটজন গ্রেফতার হয়েছেন।
সান নিউজ/এক/এস