সারাদেশ

তিন দফা দাবিতে ইবিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি, ইবি : স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে পরীক্ষা গ্রহণসহ তিন দফা দাবিতে ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্র ইউনিয়ন সংসদ।

শনিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে পরীক্ষা গ্রহণ, আবাসিক হল ফি, পরিবহন ফি ও অন্যান্য ফি মওকুফ করা এবং নম্বরপত্র, সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র উত্তোলনে প্রসাসনিক জটিলতা নিরসনের দাবি জানান নেতাকর্মীরা।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইমানুল সোহানের সঞ্চালনায় সমাবেশে সংসদের সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক জিকে সাদিকসহ সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ‘দীর্ঘ ১০ মাস ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাতে শিক্ষার্থীদের সেবা বাবদ কোন অর্থ ব্যয় করতে হয়নি কর্তৃপক্ষের। কিন্তু বর্তমানে পরীক্ষার জেরে শিক্ষার্থীদের থেকে সকল প্রকার ফি নেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। একইসাথে আবাসিক হল বন্ধ রেখেই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য হুমকিস্বরূপ বলে জানান তারা। কেননা আবাসিক হলে না থাকতে পেরে ক্যাম্পাসের আশপাশের মেসে গাদাদাদি করে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। ফলে স্বাস্থ্যঝুঁকিসহ ও নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়েছে শিক্ষার্থীরা। তাই সমাবেশে বক্তারা আবাসিক সুবিধা নিশ্চিত করেই পরীক্ষা নেওয়ার দাবি জানান। এছাড়াও নম্বরপত্র, সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র উত্তোলনে প্রশাসনিক জটিলতা নিরসনেরও জোর দাবি জানায় তারা।

এদিকে, শিক্ষার্থীদের এই দাবিসমূহ না মেনে নিলে কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারিও দেন বক্তারা। পরে দুপুর একটায় একই দাবিতে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নিকট স্মারকলিপি প্রদান করে সংগঠনটির নেতাকর্মীরা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের এই দাবিসমূহ যৌক্তিক বলে বিশ্বাস করি। এ ক্ষেত্রে সরকার ও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে সমন্বয় করে তা দেখে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স কমিটিসহ সংশ্লিষ্ট কমিটিগুলোর পরবর্তী মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করব।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির সভায় আবাসিক হল বন্ধ রেখেই স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ ছাড়াও অন্যান্য শিক্ষাবর্ষের ক্ষেত্রে শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে বিভাগকে পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়। এর আলোকে বিভিন্ন বিভাগ পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে। পরীক্ষার ফরম পূরণ করতে পরিবহন ও আবাসিক ফিসহ মোটা অঙ্কের টাকা গুণতে হচ্ছে শিক্ষার্থীদের।

সান নিউজ/এএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিগগিরই দেশে ফিরছেন খালেদা জিয়া , অপেক্ষায় তারেক!

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলতি মাসেই দেশে ফিরতে পারেন ব...

‘আওয়ামী লীগের পলাতক নেতাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে’

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী...

নীলফামারী হাসপাতালের তত্বাবধায়কের অপসারণ চেয়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বি...

ইয়েমেন ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসরায়েলে, পড়ল সৌদিতে

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র...

বিশাল জয়ে বিশ্বকাপ বাছাই শুরু জ্যোতিদের 

নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরি এবং শারমিনের অপরাজিত ৯৩ রানের ইনিংসে ভর করে রে...

পূবাইলে হাত-পা বেঁধে ফ্ল্যাট বাসায় ডাকাতি

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় ফ...

এসএসসির প্রশ্ন নিয়ে খুশি শিক্ষার্থীরা, প্রথমদিনের পরীক্ষা শেষ 

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনের পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল)...

ফিলিস্তিনিদের নিয়ে জাতিসংঘ বিশেষজ্ঞের সতর্কতা যা জানা গেলো

গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আক্রমণ এবং পশ্চিম তীরে নিপীড়ন থেকে ফিলিস্তিনি...

লাল গালিচায় ক্ষেপলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সিলেটের এয়ারপ...

বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি কেউ চায় না: জয়শঙ্কর

বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না এবং এটা তাদের ডিএনএতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা