নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধায় বেধড়ক পিটুনীতে মারা গেলো বিরল প্রজাতির একটি হনুমান। শনিবার গাইবান্ধা সদর উপজেলার মৌজা মালীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, আগন্তুক বিরল প্রজাতির একটি হনুমান শুক্রবার প্রথম সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মাঠবাজার এলাকার বিভিন্ন গাছে বিচরণ করছিলো। শিশু কিশোরদের ধাওয়ায় হনুমানটি সন্ধ্যা পর্যন্ত বারবার স্থান পরিবর্তন করতে থাকে।
শনিবার (৯ জানুয়ারি) দুপুরে পার্শ্ববর্তী লক্ষিপুর ইউনিয়নের মৌজা মালীবাড়ী গ্রামের একটি বেগুন ক্ষেতে হনুমানটি আশ্রয় নেয়। এসময় গ্রামের শিশু কিশোরদের পিটুনীতে মারাত্বক আহত হয় হনুমানটি। পরে গ্রামবাসী পশু চিকিৎসক ডেকে এনে আহত হনুমানটির চিকিৎসা দিলেও বাঁচানো যায়নি আগন্তুক বিরল প্রজাতির হনুমানটিকে। ধারণা করা হচ্ছে সীমান্তবর্তী জেলা থেকে হনুমানটি পণ্যবাহী ট্রাকে করে জেলায় এসেছিল।
এব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, এই ঘটনা খুবই দুঃখজনক এবং হতাশার। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি আমাদেরকে জানালে হনুমানটি উদ্ধারের উদ্যোগ নেওয়া যেত এবং হনুমানটিকে বনবিভাগের মাধ্যমে দিনাজপুরের সংরক্ষিত বনে অবমুক্ত করা যেত।
সান নিউজ/এমএল/এনকে