নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আমেরিকা প্রবাসীকে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই প্রবাসী।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, তিনি ১৯৯০ সাল থেকে আমেরিকার নিউইয়ার্ক শহরে বসবাস করে আসছেন। ২০১৪ সালে সিদ্ধিরগঞ্জের খদ্দঘোষ পাড়ায় সিএস খতিয়ান ১৩৪ নং দাগে ৪৫ শতাংশ জমি থেকে সোয়া সাত শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। তিনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে বসবাস করায়, তার দোকান ও ঘরের ভাড়াটিয়াকে জোড়পূর্বক উঠিয়ে দখলের পায়তারা চালাচ্ছেন কান্দাপাড়া এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন তার ভাই জিয়া উদ্দিন ও নাসির উদ্দিন। নিজের জমিতে প্রবাসী নির্মাণ কাজ করতে গেলে ওই তিন ভাই প্রবাসী জামাল ভুইয়া ও তার মেয়ে মরিয়ম আক্তারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এতে জীবনের নিরাপত্তার চেয়ে ওই প্রবাসী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে আমেরিকা প্রবাসী জামাল ভুইয়া জানান, আমি প্রায় ত্রিশ বছর যাবৎ আমেরিকায় বসবাস করে আসছি। বিদেশে কষ্ট করে টাকা কামিয়ে দেশে এনে জমি ক্রয় করে ভোগ দখল করে আসছি। কান্দাপাড়া এলাকার চিহ্নিত ভুমিদস্যু নাজিম উদ্দিন ও তার দুই ভাই মিলে আমার জমিটি জোড় পূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে। জমিতে নির্মাণ কাজ করতে গেলে আমাকে ও আমার মেয়েকে প্রাণনাশের হুমকি দেয় ওই সন্ত্রাসীরা। এতে আমরা নিরাপ্তাহীনতা ও আতংকে দিন কাটাচ্ছি। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্টমন্ত্রী ও আইজিপি এবং স্থানীয় সাংসদ শামীম ওসমানসহ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে জানতে নাজিম উদ্দিন, জিয়া উদ্দিন ও নাসির উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমেরিকা প্রবাসী জামাল ভুইয়া জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করছেন, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সান নিউজ/এনএ/কেটি