নিজস্ব প্রতিবেদক : দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের তীব্রতা বেড়েছে। কুয়াশা আর হিমেল বাতাসের দাপটে স্থবির জনজীবন।
ঠাকুরগাঁওয়ে বেলা বাড়লেও সূর্যের দেখা না মেলায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। এ অবস্থায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। জীবন জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই অনেকে রাস্তায় নামলেও কাজ না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন তারা।
এদিকে, একই অবস্থা আরেক জেলা রংপুরের। নওগাঁতে কয়েকদিনের তুলনায় বেড়েছে শীতের দাপট। এ অবস্থায় সরকারি সহযোগিতার পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার দাবি তাদের।
সান নিউজ/কেটি