নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : প্রবাসীর স্ত্রীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের আবু ওলাইয়া খানকা শরিফের তত্ত্বাবধায়ক মাওলানা সিরাজুল ইসলামকে (৪৮) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মাওলানা সিরাজুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বড়গাঁ গ্রামের মৃত আশিকুল ইসলামের ছেলে। পৌর এলাকার ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেন।
জানা যায়, খানকার তত্ত্বাবধায়ক মাওলানা সিরাজুল ইসলাম লোকজনকে ঝাড়ফুঁক দিতেন। এ খানকায় আশপাশের গ্রামসহ বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ সমবেত হন। পাশের গ্রাম ভোলাচং গ্রামের এক প্রবাসীর স্ত্রীও এ খানকায় ঝাড়ফুঁকের জন্য আসা-যাওয়া করতেন।
ওই মাওলানা গ্রামের সহজ-সরল ধর্মান্ধ নারীদের নানা কলাকৌশলে ফেলে অনৈতিক কাজ করতেন। ওই প্রবাসীর স্ত্রীও ওই ফাঁদে পা দেয়। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়। বিষয়টি কানাঘুষায় সমাজে ফাঁস হয়ে যায়।
এ ব্যাপারে নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, বৃহস্পতিবার সারাদিন স্থানীয়দের মাঝে এ ঘটনায় কানাঘুষা ও উত্তেজনা বিরাজ করছিল। এ খবর জানতে পেরে পুলিশ গিয়ে ঘটনার সত্যতা পেয়ে খানকার তত্ত্বাবধায়ক মাওলানা সিরাজুল ইসলামকে সন্ধ্যায় আটক করে। রাতেই ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে মামলা করেন।
সান নিউজ/কেটি