জাহেদ মঞ্জু, চট্টগ্রাম : চট্টগ্রাম আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শিল্পী শেফালী ঘোষের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোমিন রোডস্থ নাগরিক হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত ‘স্মরণে-মননে শেফালী তুমি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তারা বলেন-কঠোর সংযম ও অধ্যাবসায়ের মাধ্যমে শিল্পী সত্ত্বাকে হৃদয়ে ঠাঁই দিয়েছিলেন আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শিল্পী শেফালী ঘোষ। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি চট্টগ্রামের আঞ্চলিক গানের সঙ্গে জড়িত থেকে বিশ্বব্যাপী এ গানের প্রচার ও প্রসার ঘটিয়েছেন।
বক্তারা আরও বলেন- চট্টগ্রামের আঞ্চলিক গান মানেই শিল্পী শেফালী ঘোষ। এ মহান শিল্পীর পরিবেশিত আঞ্চলিক গানগুলো সরকারিভাবে সংরক্ষণ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া জরুরী। নতুন প্রজন্মের কণ্ঠশিল্পীরা শেফালী ঘোষের গানগুলো থেকে শিখতে পারবে এবং গবেষণায় আগ্রহী হয়ে উঠবে।
চট্টগ্রাম আঞ্চলিক গানের শিল্প সত্ত্বাকে জাগ্রত রাখার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিল্পী শেফালী ঘোষের নামে একটি ছাত্রী নিবাস নামকরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সহ-সভাপতি প্রণবরাজ বড়ুয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফীর সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, চসিকের প্রাক্তন প্যানেল মেয়র অধ্যাপিকা রেখা আলম চৌধুরী।
আরও বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা বাহাদুর আলম, দুলাল চন্দ্র বড়ুয়া, আবদুস সালাম ও সিরাজুল ইসলাম। সাংবাদিক আলী আহমেদ চৌধুরী, আলহাজ্ব ওসমান গণি, এম এ রহিম, এ কে মুুজিবুর রহমান, রিমন মুহুরী, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, শিল্পী নারায়ন দাশ, শিল্পী কাকলী দাশগুপ্তা, শিল্পী শিউলী আকতার, রতন ঘোষ, শিল্পী এ কে এম হানিফুল ইসলাম, মো. তিতাস প্রমুখ।
সান নিউজ/জেএম/এনকে