নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার শহরের সুপার শপসহ বিভিন্ন দোকানে নকল, অনুমোদনহীন, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদকাল পরিবর্তিত পণ্য বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টে ৮৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
বুধবার (৬ জানুয়ারি) সকালে শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে নকল, অনুমোদনহীন, অপরাধে সুপার শপ, শাহ মোস্তফা রসগোল্লা হাউজ, ঐতিহ্যের স্বাদ মিষ্টিঘরসহ চারটি প্রতিষ্ঠানকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন- ২০১৮’ ও ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর বিভিন্ন ধারায় মোট ৮৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মো. আরিফুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম।
সান নিউজ/এসডি/কেটি