নিজস্ব প্রতিনিধি, কেশবপুর (যশোর) : যশোর জেলার কেশবপুর উপজেলার ০১ নং ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী গ্রামে সোমবার (৪ জানুয়ারি) কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তেল জাতীয় ফসলের উৎপাদন প্রযুুক্তি বিস্তারে (বারি সরিষা-১৪) উপজেলা কৃষি অফিস, কেশবপুর, যশোর এর বাস্তবায়নে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
০১ নং ত্রিমোহিনী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুুর রাশেদ সরদারের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা বিকাশ কুমার মন্ডলের সঞ্চালনায় কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনির হোসেন। আরও বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলিমুর রহমান, কৃষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন আব্দুুল লতিফ গাজী, জামাল উদ্দীন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা কৃষক মাঠ দিবসে উপস্থিত সকল কৃষকদের বারি সরিষা-১৪ এর উপকারী দিকগুলো সম্পর্কে আলোচনা করেন এবং তার এই আলোচনা শুনে কৃৃষকরা বারি সরিষা-১৪ চাষাবাদের প্রতি আগ্রহ প্রকাশ করেন।
সান নিউজ/এআর/এস