নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার রূপসা এলাকায় দখলে থাকা সাড়ে ৪ একর সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৪ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের নেতৃত্বে রূপসাস্থ খানকা মৌজা থেকে প্রায় ২ একর ও যুগিহাটী থেকে আড়াই একর সরকারী খাস জমি উদ্ধার করে লাল পতাকা টাঙ্গিয়ে চিহ্নিত করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। দীর্ঘদিন যাবৎ স্থানীয় প্রভাবশালীদের দখলে ছিলো এসকল সরকারী খাস জমি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বলেন, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশনা মোতাবেক এ অভিযান চালানো হয়। পর্যায়ক্রমে সকল সরকারী খাস জমি দখলমুক্ত করা হবে।
উল্লেখ্য এর আগে ৭ ডিসেম্বর দীর্ঘদিন ইটভাটা মালিকদের দখলে থাকা ১০ একর সরকারী খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
সান নিউজ/কেএ/এনকে