নিজস্ব প্রতিনিধি, ইবি : বর্ণিল আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। দিবসটি উপলক্ষে সোমবার (৪ জানুয়ারি) ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও কেক কাটাসহ নানা কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
জানা যায়, বেলা সাড়ে ১১টায় দলীয় টেন্ট থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সংগঠনটির সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদ, সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত, ছাত্র বিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমান লালনের নেতৃত্বে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন নেতাকর্মীরা।
পরে দলীয় টেন্টে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন তারা। এছাড়াও দিবসটি উপলক্ষে নেতাকর্মীদের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করেন নেতাকর্মীরা। তবে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী এ কার্যক্রমে ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।
এদিকে, সংগঠনটির কেক কাটা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. আলমগীর হোসেন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মামুনুর রহমান, অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন, সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও অর্ধশত ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সান নিউজ/এএস/কেটি