নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার শোলধারার শোলাকারা বিলে মাছ ধরতে জমজমাট পলো বাইচ প্রতিযোগিতা হয়েছে।
সোমবার (৪ জানুয়ারি) ভোর থেকে এ পলো বাইচ প্রতিযোগিতা শুরু হয়। বিভিন্ন এলাকার কয়েকশ লোক পলো নিয়ে মাছ ধরায় অংশ নেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এ বিলে পলো বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিন তারিখ ঠিক করে হাটে ঢোল পিটিয়ে এবং মোবাইলে প্রচার চালিয়ে পলো নিয়ে মাছ ধরার জন্য সবাই বিলে একত্ররিত হয়। অনেক সৌখিন লোক পলো বাইচের আগের দিনই জাল পলো নিয়ে বিলের ধারে অবস্থান নেন।
পলো বাইচের সাথে মাছ পাওয়ার আনন্দ তাদের মনে এক নতুন অনুভূতির জন্ম দেয়। তাই আশপাশের মানুষ পলো দিয়ে মাছ ধরতে অধির আগ্রহে থাকে এই দিনটির জন্য। তবে নিষিদ্ধ কারেন্ট জাল আসার ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে।
সান নিউজ/এমএস/কেটি