নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : নৌকার প্রার্থী নির্মলেন্দু চৌধুরীর সমর্থনে প্রচারণায় জমে উঠেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। রোববার (৩ জানুয়ারি) দুপুরের পর থেকে খাগড়াছড়ি জেলা শহরের বৃহত্তর শালবন এলাকায় পথসভা ও গণসংযোগ করে দলীয় নেতাকর্মীরা।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল ও দিদারুল আলম দিদার এর নেতৃত্বে চষে বেড়িয়েছে পৌর এলাকার আনাচে-কানাচে। সাধারণ ভোটারদের প্রচারপত্র বিতরণের পাশপাশি মন জয় করে নৌকায় ভোট দিতে আহবান জানান দলীয় নেতাকর্মীরা। প্রচারপত্র বিতরণ ও নেতাকর্মীদের স্লোগানে মুখোরিত হয়ে উঠে পৌর এলাকা।
এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের প্রবীন নেতা,কামাল উদ্দিন পাঠোয়ারী,নুর হোসেন,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,আবুল কাশেম,সাংবাদিক নুরুল আজম,নুরুল্লাহ হিরো,সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ইকবাল বাহারসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।
প্রচারণা কালে পথসভায় সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল,দিদারুল আলম দিদারসহ নেতাকর্মীরা বলেন, নৌকার বিজয় মানে জনগণের বিজয়। নৌকার প্রার্থী জয় হলে খাগড়াছড়ি পৌর এলাকার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পুরণ হবে বলে নেতাকর্মীরা মন্তব্য করেন। তাই আগামী ১৬ জানুয়ারী ২০২১ তারিখ নৌকা মার্কাকে জয়যুক্ত করতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়।
আগামী ১৬ই জানুয়ারি ২০২১ন দ্বিতীয় ধাপে নির্বাচনে খাগড়াছড়ি পৌরসভার এবারের মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৮৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৩শ ৫১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৭শ ৩৬ জন বলে জানা যায়।
সান নিউজ/এএম/এনকে/এস