নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : সাতকানিয়া উপজেলায় সর্ববৃহত্তম সম্প্রীতির বন্ধন খ্যাত সহযোগিতাপরায়ণ সংগঠন কেঁওচিয়া সমিতি চট্টগ্রামের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
শনিবার (২ জানুয়ারী) রাতে কেওঁচিয়া সমিতির আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এই কমিটি ২০২১-২০২২ সালের জন্য অনুমোদন দেয়া হলো।
৫১জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন কেওঁচিয়ার কৃতি সন্তান, বর্ণাঢ্য ব্যবসায়ী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নিজাম উদ্দীন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সাবেক ছাত্রনেতা ও তরুণ শিল্পপতি শেখ সালাহ উদ্দীন দিনার।
উল্লেখ্য, কেওঁচিয়া সমিতি চট্টগ্রাম নামক এই সংগঠন মূলত: প্রথম থেকেই এই সমিতি কেওঁচিয়াবাসীর সকল সুখ-দুঃখে পাশে থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
সমাজের সচেতন ব্যক্তি ও প্রতিষ্ঠিতজনদের নিয়ে আর এক ঝাঁক শিক্ষিত অদম্য তরুনদের নিয়ে গঠিত এই কেওঁচিয়া সমিতি চট্টগ্রাম।
সান নিউজ/জেএম/এনকে