নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজার থেকে সাগর পথে নারায়ণগঞ্জ যাওয়ার পথে একটি লবণবোঝাই কার্গোসহ ৭ জন মাঝিকে অপহরণ করেছে জলদস্যুরা। অপহরণ করে মোটা অঙ্কের চাঁদার দাবিতে জলদস্যুরা সেই কার্গোর মাঝি-মাল্লাদের জিম্মি করে রেখেছে বলে জানা গেছে।
শুক্রবার ( ১ জানুয়ারি) বিকেলে সাড়ে ৭ হাজার মণ লবণ নিয়ে কক্সবাজারের ইসলামপুর থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে এমভি জয়নাল নামের কার্গোতে এমন ঘটনা ঘটে। এ সময় চাঁদার দাবিতে কার্গোর মাঝিসহ ৭ জনকে জিম্মি করে জলদস্যুরা।
কার্গোর মাঝি আব্দুর রহিম জানান, জলদস্যু দলটি তাদেরকে জেলার বদরখালীর ১ নম্বর ব্লকের গোদার গুনা এলাকায় জিম্মি করে রেখেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মোহাম্মদ জোবায়ের বলেন, ‘আমরা এ ব্যাপারে এখনও কোনও লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
সান নিউজ/এসএ