নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার শহাবাজপুর গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে হাফেজ মো. ইয়াহিয়া (২২) এবং একই গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. হুজাইফা সাদ (২০)।
র্যাবের দাবি গ্রেফতারকৃতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল কায়দার সদস্য। শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে র্যাব সদস্যরা বৃহস্পতিবার রাতে শাহবাজপুর গ্রামের দিঘির উত্তরপাড়ের বাসিন্দা গিয়াস উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২টি উগ্রবাদী বই, উগ্রবাদী বইয়ের দুটি ফটোকপি, ৪টি লিফলেট, দুইটি মোবাইল ফোন ও মোবাইল ম্যাসেজের ৩ পাতা ফটোকপি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সান নিউজ/পিডি/কেটি