সারাদেশ

২৪ ঘণ্টায় ৩ শতাধিক শিশু হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরে শীতের তীব্রতায় ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের মতলবে আইসিডিডিআরবি হাসপাতাল ও চাঁদপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তিন শতাধিক শিশুকে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মতলবে ২৬০ জন এবং চাঁদপুরে ৫৬ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলাসহ পাশের জেলা ছাড়াও মেঘনার দুর্গম চর থেকে ডায়রিয়া, নিউমোনিয়া ও জ্বরসহ গুরুতর রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসছেন অভিভাবকরা।

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেশি থাকায় শিশু ওয়ার্ডের শয্যা ছাড়িয়ে মেঝেতেও অবস্থান করেছে অনেকে। শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া ও জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তারা বাড়িতে সুস্থ না হওয়ায় হাসপাতালে আনা হচ্ছে বলে জানান আক্রান্ত শিশুদের অভিভাবকরা।

হাসপাতালটির শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সালাহউদ্দিন জানান, এবার শীতের ধরন অনেকটাই পাল্টেছে। তাই শিশুদের মধ্যে দ্রুত রোগের বিস্তার হচ্ছে। এমন পরিস্থিতিতে শিশুদের প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হতে হবে।

অপরদিকে, মতলব আইসিডিডিআরবি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. ফজলে জানান, প্রতিদিনই শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে। শিশুদের পাশাপাশি বয়স্ক রোগীরাও চিকিৎসা নেওয়ার জন্য ছুটে আসছেন। এ হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এবং রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।

জেলার সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, এবার শীতে শিশু রোগের প্রকোপ বাড়লেও সময়মতো চিকিৎসা সেবা নিশ্চিত হওয়ায় এখনও কোনো শিশু মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে করোনাভাইরাস পরিস্থিতি এড়াতে সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা