সারাদেশ

মোংলায় আ.লীগের ১৩ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : বন্দরনগরী মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে দলের শীর্ষ নেতাদের নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৩ কর্মীকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের মোংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন ও পৌর মহিলা লীগের সভানেত্রী কামরুন্নাহার হাইয়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, বুধবার সন্ধায় মোংলা দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় খুলনা সিটি মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক নেতাকর্মীদের নিয়ে এ সিদ্ধান্ত নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস।

বহিষ্কৃতরা হচ্ছেন, পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মামুন হাওলাদার বাচ্চু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল সিকদার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, ৩নং ওয়ার্ড যুবলীগের সহসাধারণ সম্পাদক এমরান হওলাদার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. মাসুম বিল্লাহ, ৫নং ওয়ার্ড সাবেক পৌর আওয়ামী সদস্য মো. মনিরুজ্জামান জামাল, ৬নং ওয়ার্ডের-উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফিরোজ শাহ, ৭নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ওবায়দুল হাওলাদার। এ ছাড়া সংরক্ষিত মহিলা ১, ২, ৩ নং-ওয়ার্ড প্রার্থী ২নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সদস্য পারভীন আক্তার, ৪, ৫, ৬নং এর প্রার্থী ৬নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সদস্য শিরিন বেগম, একই ওয়ার্ডের আওয়ামী সদস্য ৪, ৫, ৬নং প্রার্থী কোহিনুর বেগম ও ৭, ৮, ৯নং ওয়ার্ড পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমী লীলাকে বহিষ্কার করা হয়েছে।

পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান বলেন, আমি বারবার নির্বাচিত কাউন্সিলর, আমাকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে। আমার প্রতি জনগণের আস্থা আছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ আবারও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।

সদ্য বহিষ্কৃত যুব মহিলা লীগের সভাপতি সুমী লীলা বলেন, বহিষ্কারের বিষয়টি জানতে পেরেছি। আমি দলকে ভালোবাসি। দলের প্রতি, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি ন্যূনতম ভালোবাসার কোনো ঘাটতি আমার নেই। দল যে সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেব।

এ বিষয় জানতে চাইলে পৌর আওয়ামী লীগের সভাপতির বরাত দিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন বলেন, আমরা একক কাউন্সিলর প্রার্থী দিতে পারিনি। তাই দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে পৌর আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ থেকে ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে। আজ থেকে তাদের দলীয় সদস্যপদ ও সব দলীয় পদ থেকে বহিষ্কার করাসহ সব রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করা হলো।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা