নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের ওসমানীনগর থেকে আটক গাঁজা কারবারী আলি নুরকে (৩৮) কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। আলি নুর সুনামগঞ্জ জেলার ছাতক থানার বড় কাপনের আলতাব আলীর ছেলে।
বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওসমানীনগরের দয়ামীর থেকে আলি নুরকে ২০ কেজি গাঁজাসহ আটক করে র্যাব-৯।
তারা জব্দকৃত আলামতসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে ওসমানীনগর থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।
কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে সিলেট জেলা পুলিশ।
সান নিউজ/এক/এনকে